আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
একাদশ শ্রেণীর ভর্তির নিশ্চায়ন বা রেজিস্ট্রেশন ফি বিকাশ অ্যাপ দিয়ে দিন ঘরে বসে । আর টেলিটক সিম লাগবে না খুব সহজে দিয়ে দেন কোনো ধরনের ঝামেলা ছাড়া।

২য় পর্যায়ের ফলাফল নিশ্চায়নের সময়সীমা ২২/৬/২০১৯ তারিখ সকাল ৯ টা হতে ২৩/০৬/২০১৯ তারিখ রাত ৮ টা পর্যন্ত। ২য় পর্যায়ের ফলাফল নিশ্চায়ন না করলে, নির্বাচন (Selection) এবং পূর্বেকার ভর্তির আবেদন বাতিল হয়ে যাবে। তবে মাইগ্রেশনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১৯৫/= টাকা দেওয়ার প্রয়োজন নাই
প্রথমে বিকাশ অ্যাপ টি ওপেন করুন। তার পর Pay Bill ক্লিক করুন।

তার পর Xi Class Admission ক্লিক করুন।

তার পর পেমেন্ট কোড হচ্ছে বোর্ডের ৩ টি অক্ষর, পাশের সন, রোল নম্বর (কোন স্পেস হবে না) (উদারনঃ DHK2019134386। তার পর আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর Tap To Continue এ ক্লিক করুন।

তার পর আপনার বিকাশ এর পিন নম্বর দিয়ে ক্লিক করুন।

তার পর Tap and hold to Pay Bill এ ক্লিক করুন।

তার পর আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে।

তার পর আপনার আপনার নিশ্চায়ন সম্পূর্ণ হয়েছে কিনা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
তারপর Registration Payment Check এ ক্লিক করুন।

তার পর আপনার (১) রোল নাম্বার (২) বোর্ডের নাম (৩) পাসের সাল (৪) রেজিস্ট্রেশন নাম্বার (৫) তার পর verification code দিয়ে View Payment Information এ ক্লিক করেন।

তার পর আপনি দেখতে পাবেন যে আপনার নিশ্চায়ন সম্পূর্ণ হয়েছে।

আশা করি সবার জন্য পোস্ট টি হেল্পফুল হয়েছে।