জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ ৩য় সেমিষ্টার পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন ছাত্র/ছাত্রীদের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে উক্ত আবেদন প্রক্রিয়া ২৭ আগস্ট ২০১৯ তারিখ থেকে ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত চলবে।
এ পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম on-line এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণ সংক্রান্ত সময়সীমা নিচে তুলে দেওয়া হলো :
শিক্ষার্থীর ডাটা এন্ট্রি , নিশ্চয়ন , বিবরণী ফরম পূরণ ও জমা করার তারিখঃ
- আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে ডাউনলোড এর সময়সীমাঃ ২৭/০৮/২০১৯ তারিখ থেকে ০৯/০৯/২০১৯ তারিখ পর্যন্ত।
- আবেদন ফরম কলেজ কর্তৃক এন্ট্রির সময়সীমাঃ ১১/০৯/২০১৯ তারিখ পর্যন্ত।
- পে-স্লিপ সংগ্রহ ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সময়সীমাঃ ১৫/০৯/২০১৯
- বিবরণী ফরম এবং অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার সময়সীমাঃ ১৬/০৯/২০১৯
২০১৯ সালের বিএড অনার্স কোর্স পরীক্ষার নির্ধারিত ফি ( প্রতি পরীক্ষার্থ ) :
- (ক) পরীক্ষার ফি ( জানপ্রতি ) – ২০০০ টাকা
- (খ) মানউন্নয়ন প্রতি পত্র – ৩০০ টাকা
- (গ) বিশেষ অধিভুক্তি ফি ( মানউন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ) ৪০০ টাকা
- কেন্দ্র ফি ( বিশ্ববিদ্যালয়ে জমা হবেনা – ৫০০ টাকা
২০১৯ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ ৩য় সেমিষ্টার পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমা দানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম ও শর্তাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিন।


২০১৯ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ ৩য় সেমিষ্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি টি